ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে চলাচল
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের কোঁলঘেষা ভাটি পাড়া গ্রামে আষাঢ়ী ডোবার উপর ব্রীজটি ঝুঁকিপূর্ণ। ব্রীজটি ভেঙ্গে গিয়ে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও পুনঃনির্মাণ কিংবা মেরামতের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর এ সেতুর উপর দিয়ে দুর্গম চরাঞ্চলের ভোলার আলগী, কাশিয়ার চর, নাপ্তের আলগী, নাওভাঙ্গাসহ ১০/১২টি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন।
ভাটিপাড়া গ্রামের নেকবর আলী (৭০) জানান ১৯৮৫ সালে এ সেতুটি বানানো হয়েছিল। দেড় বছর আগে সেতুটির মাঝখানের কিছু অংশ ধ্বসে যায়, জীবনের ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করি।
একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান দেড় বছর আগে সেতুটি ভেঙে গেলে চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে সেতুটি মেরামত করেন।
ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা জানান সেতুটি ভাঙ্গার পর থেকে একাধিকবার গৌরীপুর উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি। তাঁরা আশ্বাস দিলেও কার্যকর কোন ব্যবস্থা নেননি। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন এ অঞ্চলের শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যে কোন সময় এ সেতুটি আবারও ভেঙে পড়ে মারাত্মক দূর্ঘটনাটা ঘটতে পারে।
গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু সাংবাদিকদের জানান ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে করোনার শুরু থেকে সেতু নির্মাণের সবধরনের প্রকল্প বন্ধ হয়ে আছে, যে কারণে এ মূহুর্তে কিছু করার সুযোগ নেই বলে জানান তিনি।