শিরোনাম

South east bank ad

মাধবপুরে ইয়াবাসহ আটক-১

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুর থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ মো. কবির (৪৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি কুমিল্লা জেলার কুমিল্লা সদর থানারও বাগিচাগাঁও এলাকার মৃত শাখাওয়াত উল্লাহ এর ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩ টা ৪০ মিনিটে মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার ‘সুশান ফিলিং স্ট্যান্ড’ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: