বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগনেতা ওয়াসিমের শ্রদ্ধা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া (ওয়াসিম আকরাম) গৌরীপুরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিকুল ইসলাম রবিন, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জান গোলাপ প্রমুখ।