রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাংসদ নাজিম উদ্দিন
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে নন্নী খাল থেকে বালিজুড়ি মনিয়াকান্দা পর্যন্ত প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে পাকাকরন হতে যাচ্ছে ১ হাজার মিটার সড়ক। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে এ নতুন রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এ উন্নয়ন কাজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন সিধলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সিনিয়র সহ সভাপতি আহাম্মদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি তানজীর আহমেদ রাজীব, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা তালুকদার লিটন, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ প্রমুখ।