ফরিদপুরে দেশীয় মদসহ আটক-১
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী হতে দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত জিপু মন্ডল (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হবেলী গোপালপুরের মৃত কুটি মন্ডলের ছেলে।
ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়ায় বুধবার (১১ আগষ্ট) রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজী শরীয়তউল্লাহ বাজারস্থ মেসার্স তাজ ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ০৬ (ছয়) বোতল দেশীয় মদ এবং মাদক বিক্রিত ২,৩০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৮ জানায়।