শিরোনাম

South east bank ad

জামালপুর জংশনকে অত্যাধুনিক রূপ দেওয়া হবে : রেলপথ সচিব

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

বাংলাদেশ রেলপথ সচিব মোঃ সেলিম রেজা বলেন, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ৫০টি রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করা হবে। জামালপুর রেলওয়ে জংশনকে নানা সুবিধা সম্পন্ন করে গড়ে তোলা হবে। উন্নত যাত্রীসেবার লক্ষ্যে এই জংশন অত্যাধুনিক রূপ পাবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে রেলপথকে আরো অত্যাধুনিক করা হবে। যাত্রী চলাচলে নিশ্চিত করা হবে নিরাপদ রেলযাত্রা।

বুধবার (১১ আগস্ট) জামালপুর রেলপথ ও রেলওয়ে জংশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সেলিম রেজাকে জামালপুর রেলওয়ে জংশনে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মুর্শেদা জামান। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান, আজকের জামালপুর সম্পাদক এমএ জলিলসহ জেলা প্রশাসনের ও জামালপুর রেলওয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: