শিরোনাম

South east bank ad

মেসির আগমনে সামাজিক যোগাযোগমাধ্যমে হুহু করে বাড়ছে পিএসজির ফলোয়ার

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বার্সেলোনা থেকে মঙ্গলবার ফরাসি ক্লাব পিএসজিতে এসেছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।

তবে তারকা ফুটবলার মেসির আগমনে হুহু করে বাড়ছে পিএসজির ফলোয়ার। ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী বুধবার পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ। এক সপ্তাহ আগেও সংখ্যাটি ছিল ৩ কোটি ৭৬ লাখ।

এ কদিনেই ফলোয়ার সংখ্যা ৫৮ লাখ বেড়েছে। এই সংখ্যা আরও বেড়েই চলেছে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও একই ধরনের অবস্থা।

ইনস্টাগ্রামে পিএসজিও পড়ে আছে মেসিকে নিয়ে। টানা ১৭টি পোস্টে মেসি ছাড়া আর কেউ ঠাঁই পাননি।

এদিকে ইনস্টাগ্রামে লিওনেল মেসির অনুসারীও বাড়ছে। এখন তার অনুসারীসংখ্যা ২৪ কোটি ৭৪ লাখ। গত ৩০ দিনে সংখ্যাটি বেড়েছে মোট ১ কোটি ৯৩ লাখ। পিএসজিতে যোগ দেওয়ার খবরে সে সংখ্যাও বাড়ছে।

অনুসারীর সংখ্যার বিচারে মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ানকে পেছনে ফেলেছেন মেসি। খোদ ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাদ দিলে মেসির সামনে আছেন আর কেবল পাঁচজন—ক্রিস্টিয়ানো রোনালদো, ডোয়াইন জনসন, আরিয়ানা গ্রান্ডে, কাইলি জেনার এবং সেলেনা গোমেজ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: