অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু মাটি উত্তোলনের দায়ে পৃথক অভিযানে ২ লক্ষ্য ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।
১১ আগষ্ট বুধবার বিকালে এলাকাবাসীর লিখিত অভিযোগে উপজেলার বুল্লা ইউনিয়নের মরা কাষ্টি নদীর পার্শ্ববর্তী মাল্লা-ধনকুড়া বন্দ হাওড়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক এক যৌথ অভিযান পরিচালিত হয়।
মাধবপুর থানার এসআই ইসমাইল ও আনসার বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার মেশিনের সাহায্যে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এর পূর্বে আরেকটি অভিযানে পৌরসভার ৫নং ওয়ার্ডে শিবপুরে ফসলি জমি থেকে বিপণনের উদ্দেশ্যে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অপরাধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।