শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে বিদেশী মদসহ গ্রেফতার-৩

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৮ বোতল বিদেশী মদ ও ১০ লিটার চোলাই মদ সহ ৩ জন কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ । বুধবার ( ১১ আগষ্ট ) বিকালে পৌর সদরের টেংরাখোলা গ্রাম থেকে মদ সহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, পৌরসভার কমলাপুর গ্রামের সন্তোষ দত্তর ছেলে সঞ্জয় ওরফে আজরা (৪০),গৌতম পালের ছেলে রাজিব পাল (২৫), ও নারায়নপুর গ্রামের সুনিল পালের ছেলে সুমন পাল (২৫)।

মুকসুদপুর থানার এস আই গোবিন্দ জানান, চলমান মাদক রিরোধী অভিযানের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদ ও ১০ লিটার চোলাই মদসহ ৩ জন কে গ্রেফতার করা হয়।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইগলু আইসক্রিমের ডিলারের ব্যবসার পাশাপাশি লোকচক্ষুর আড়ালে বিদেশী মদ সহ চোলাই মদ বিক্রি করে আসছে। চলামান বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: