সাড়ে ১৬ লাখ টাকার চেক পেলো ক্ষতিগ্রস্থ উদ্যোক্তারা
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লক্ষ্মীপুরের রায়পুরে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার ১৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র যৌথ আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
এতে ক্ষতিগ্রস্থ ১২ জন উদ্যোক্তার মাঝে এ চেক বিতরণ করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, পৌরসভার সাবেক মেয়র ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন, লক্ষ্মীপুর বিআরডিবি'র উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ ও রায়পুর উপজেলা বি আরডিবি'র চেয়ারম্যান মো. সৈয়দুজ্জামান মোল্লা প্রমূখ।