মোল্লাহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে প্রকাশ বিশ্বাস (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মোল্লাহাটের জয়ডিহি খালের মাথা এলাকায় বৃষ্টির মৎস্য ঘেরে কাজ করাকালে এ ঘটনা ঘটে। প্রকাশ বিশ্বাস মুণিজিলিা গ্রামের বিনয় বিশ্বাসের পুত্র।
কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম জানান, সকালের আবহাওয়া ভালো থাকায় মৎস্য ঘেরে কাজ করতে যায় প্রকাশ বিশ্বাস ও তার স্ত্রী। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তার স্ত্রী মৎস্য ঘেরের ঘরে আশ্রয় নেন।
প্রকাশ বিশ্বাস বজ্রপাতে আহত হলে বিষয়টি বাড়িতে ফোন করে জানায় তার স্ত্রী। এসময় বাড়ির লোকজনসহ স্থানীয়রা গিয়ে ওই ঘের থেকে তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।