দুর্গাপুরে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
এস.এম রফিক, (দুর্গাপুর) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১ সম্পন্ন হয়েছে। ১১ আগস্ট বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী‘র তাৎপর্য তুলে ধরার জন্য সাংস্কৃতিক মন্ত্রনালয় যে উদ্দ্যেগ গ্রহন করেছে তা সত্যিই প্রসংশনীয়। উপস্থিত শিক্ষকদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে জাতির জনক বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করতে অনুরোধ জানান তিনি।