শিরোনাম

South east bank ad

বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে পাল্টে গেছে দৃশ্যপট

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ১৯ দিনের বিধিনিষেধ শেষে স্বাভাবিক জীবন-যাপনে ফিরেছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। তাই বিধিনিষেধ শিথিলের প্রথমদিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তাঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ১১ তারিখ থেকে শপিং মল, দোকানপাট খোলা এবং গণপরিবহন চালুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে উপজেলার দৃশ্যপট।

বুধবার (১১ আগস্ট) সকাল থেকে উপজেলার প্রাণকেন্দ্র চাতুরী চৌমুহনী বাজার, সেন্টার এবং সদরে যানবাহন এবং মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। রাস্তাঘাট সহ বাজারের প্রতিটা দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে দেখা যায়,লগডাউন পূর্ববর্তী সময়ের মতো যাত্রীবাহী যানবাহন লাইন ধরে একের পর এক দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। দোকানপাট,শপিংমল সেই চিরচেনা ঝিলিক-মিলিক আলোর রঙে রঙ্গিন হয়ে তার আগের রূপে ফিরেছে। চারিদিকে মানুষের মাঝে বিরাজ করছে কর্মব্যস্থতা। গণপরিবহন স্বাভাবিক হলেও ভাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে নানান অভিযোগ তুলছেন সাধারণ যাত্রীরা।

শহর থেকে আসা জাকের হোসাইন নামের এক যাত্রী জানান, এমনি স্বাভাবিক ভাবে লগডাউনের আগে ব্রীজ থেকে চাতুরী চৌমুহনী বাজার একজন ১৫ টাকা করে নেওয়া হতো কিন্তু সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও ১৫টাকার ভাড়া ২০টাকা করে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

বিধিনিষেধ শিথিলতার প্রথম দিনের সার্বিক অবস্থা নিয়ে চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক বক্সের ইনচার্জ হাবিব হাসানের সাথে কথা হলে তিনি জানান,দীর্ঘদিন পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। যার কারণে মানুষের স্বাভাবিক জীবন যাপন অনেকটা সহজ হয়েছে। তাই সকলের মাঝে একটা আনন্দময় ভাব দেখা যাচ্ছে। আজ সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। যানজট এড়াতে আমরা সবসময় মাঠে আছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: