ফেসবুকে এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা-পুত্র আটক
এম এ জামান, (সাতক্ষীরা) :
সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গোয়েন্দা পিতা-পুত্রকে আটক করেছে। আটককৃতরা হলো সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম ও তার পুত্র ইউসুফ হোসেন।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড, ৩টি মেমোরি কার্ড, ডিজিটাল ক্যামেরাযুক্ত একটি হাতঘড়ি ও কিছু বই উদ্ধার হয়েছে।
পুলিশ সুপার জানান, বুধবার সকালে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের হুমকি দেওয়া ফেসবুক আইডি শনাক্ত করে। এরপর বুধবার (১১ আগস্ট ২০২১) সকালে আটককৃদের বাড়িতে অভিযান চালিয়ে পিতা মনিরুল ইসলাম ও পুত্র ইউসুফ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার (১১ আগস্ট) ৩৪ নং মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রজমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইকবাল হোসেন।
প্রসঙ্গতঃ গত ৮ আগস্ট ২০২১ তারিখে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাংসদ ডা: আ. ফ. ম রুহুল হকসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষণা করা হয় একটি ফেসবুক আইডি থেকে। সদ্য আইডি খুলে এধরণের হুমকি দেওয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নেয় পুলিশ। সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা আইন-শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখারও প্রস্তাব দেন।
পুলিশ জানায়, ‘আজরায়ি জান নেই’ ফেসবুক নামক ফেসবুক প্রোফাইল আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারও একইভাবে হুমকি দেওয়া হয়।