ময়মনসিংহে পুলিশ ও পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচি
রাসেল আহমেদ, (ময়মনসিংহ সদর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জনাব জিশান মির্জা এর উদ্যোগে বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ আয়োজনে দেশের সকল পুলিশ ইউনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ আগস্ট) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) ।
উক্ত কর্মসূচি সফল করতে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে ১০ টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করেন,ফাতেহা পারভীন লুনা, উপদেষ্টা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।মিসেস কানিজ আহমার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এবং জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ।
এসময় পুনাক সদস্যগণ সহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।