শিরোনাম

South east bank ad

বৃদ্ধার ঘরে অক্সিজেন পৌঁছাতে গিয়ে আহত হলেন ছাত্রলীগনেতা

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে এক বৃদ্ধার অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হওয়ার খবর পেয়ে তার বাড়িতে চট্টগ্রামের দক্ষিণ জেলা ছাত্র লীগের শেখ রাসেল অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার সময় মোঃ তৌহিদুল ইসলাম (২৭) এবং জিয়াফ খান (২৪) নামের দুইজন মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে।

বুধবার (১১ -জুলাই) রাত ১টার দিকে শহর থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আনোয়ারায় আসার পথে কর্ণফুলি উপজেলার বড়উঠান এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এবং তার সাথে থাকা বাশঁখালি উপজেলা ছাত্রলীগকর্মী জিয়াফ খান গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পিছন থেকে আসা একটি সিএনজি তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

জানা যায়,আহত মোঃ তৌহিদুল ইসলাম উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে। এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আর জিয়াফ খান বাশখালি পৌরসভার জাকের আহমেদের ছেলে এবং বাশখালি উপজেলা ছাত্রলীগের কর্মী। তারা দু'জনেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বারাখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ উত্তর পাড়ায় এক বৃদ্ধা রুগীর বাড়ি যাচ্ছিলেন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ - সম্পাদক হাবিব উল্লাহ রাশেদ এবং আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগকর্মী মিজানুর রহমান মিশু রুগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছিয়ে দেন।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জানান, গতরাত ১টার দিকে তৈলারদ্বীপ থেকে ফোন পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শহর থেকে যাচ্ছিলাম। বড়উঠান এলাকায় গিয়ে রাস্তার কাজে ব্যবহুত ট্রাকের মাঠি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে যায়। পরবর্তীতে আমাদের রাস্তায় পড়ে থাকতে দেখে হাবিব আর রাশেদ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: