শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে লক্ষমাত্রার চেয়ে ৮ শতাংশ বেশি গণটিকা প্রদান

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটদানের মত উৎসবমূখর পরিবেশে করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রে ভোটার আইডি কার্ড হাতে নিয়ে উপচেপড়া নারী-পুরুষের ভীড় দেখা গেছে। প্রতি কেন্দ্রে ৬ শত করে টিকা দেয়ার কথা থাকলেও ২/৩ হাজার নারী-পুরুষের ভীড় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অধিকাংশ নাগরিক টিকা না পেয়ে মনোকষ্টে বাড়ি ফিরে গেছেন।

গণটিকা শুরুর দিন থেকেই ময়মসনসিংহ নগরী জুড়েই মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে। নগরীতে ৩দিনই টিকা নিয়েছেন লক্ষমাত্রার অধিক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু’র উদ্দ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা করায় টিকা গ্রহণেচ্ছু নাগরিকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। গণটিকায় মানুষের আগ্রহ অভাবনীয়। নগরীতে সর্বত্র টিকা গ্রহণে হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ।

মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে কোভিড-১৯ (মর্ডানা) গণটিকা কার্যক্রমের সফল সমাপ্তি হয়েছে। ৯ আগষ্ট ১৯ হাজার ৮০০ জনের টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪ হাজার ৫১১ জনকে টিকা প্রদান করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৮.১১ শতাংশ বেশী টিকা দেয়া হয়েছে। এরমধ্যে শুধু নগরীতেই দেড় লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। করোনার মডার্না টিকা দেয়া হচ্ছে। ইতোমধ্যে মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ৬৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।

এদিকে আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করায় মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ কার্যক্রমে মহানগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ৬৬টি কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কর্মসূচী চলে। ২৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকরা রেজিস্ট্রেশন করে নিজ নিজ ওয়ার্ডে টিকা নিবেন।

এ কার্যক্রমে জনপ্রতিনিধি, পুলিশবাহিনী, আনসার সদস্য, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিসহ স্বেচ্ছাসেবক ও নাগরিকগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে মেয়র টিটু বলেন, সকলের সহযোগিতায় এ পর্যায়ের গণটিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গণটিকা প্রদানের ফলে নাগরিকগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপন দেখা গেছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে টিকাদান সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।


এ সময় মেয়র গণটিকা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশবাসী নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।

মসিক জনসংযোগ কর্মকর্তা আরো জানান, গত ০৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকা ক্যাম্পেইনে ৩৩টি ওয়ার্ডের ৩৩টি কেন্দ্রের ৬৬টি বুথে ৫৯ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ০৭ আগস্টে ১৭ হাজার ৫৩ জন, ৮ আগস্ট ২০ হাজার ৩৭৫ জন এবং ৯ আগষ্ট ২৪ হাজার ৫১১ জনসহ সর্বমোট ৬১ হাজার ৯২১ জনকে টিকা প্রদান করা হয়েছে।

নগরীর ভাটিকাশরের অটোবাইক চালক কবির হোসেন জানান, নগরীর ১৯নং ওয়ার্ডে নগরীর ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ৯ আগষ্ট ভোর ৬টায় উপস্থিত হয়ে সাড়ে ৯টার দিকে টিকা দেন অটোবাইক চালক কবির হোসেন। তিনি দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে অনেক কষ্ট করে টিকা নেয়ার পর স্বস্তি প্রকাশ করেন।

নগরীর ৩৩নং ওয়ার্ডে রঘুরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে টিকা গ্রন করে কেন্দ্র থেকে বের হয়ে আব্দুল কাদের (৮৭) জানান করোনার থাবায় বিশ্ব তছনছ। ভ্যাকসিনে যদি করোনা থেকে রক্ষা হয় এই আশায় তিনি টিকা নিলেন। তার চোখে মুখে ছিল উৎসাহ উদ্দীপনা ও বেঁচে থাকার আশা। প্রথম ডোজ টিকা পেয়ে বেঁচে থাকার নতুন স্বপ্ন শুধু আব্দুল কাদের একাই নয়, নগরীর শতশত মানুষকে টিকা নিতে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: