জনশুন্য কুয়াকাটা সমুদ্রসৈকত
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে অবস্থিত এই সমুদ্রসৈকত যার দৈর্ঘ ১৮ কিলোমিটার। কিন্তু দীর্ঘ লকডাউন এবং অতিবৃষ্টি-বন্যায় কবলিত কুয়াকাটা সমুদ্রসৈকত বর্তমানে জনশুন্য অবস্থায় রয়েছে। সমুদ্রসৈকতের নিকটবর্তী ব্যবসায়ীরা লকডাউন শিথিলের আশার আলো দেখলেও নিশ্চিতভাবে ব্যবসা গুছিয়ে নেয়ার প্রস্ততি নিতে পারছে না। সমুদ্রসৈকতের এমন পরিস্থিতি থেকে পরিত্রান চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।