চুনারুঘাটে ১৭ দিনে ২৫৪টি মামলায় জরিমানা
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাটে লকডাউনেও কমছে না করোনার সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের হার কমাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিদিন।
২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের ১৭ দিনে বিপুল পরিমান জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৩ জুলাই থেকে (১০আগস্ট) এ পর্যন্ত ১৮টি অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫৪টি মামলা করেছেন। এসব মামলায় ২৫৪ জন ব্যক্তিকে এক লাখ একুশ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান কঠোর লকডাউনের সতের দিনে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ২৫৪ টি মামলা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্রপালের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলার বিভিন্ন হাটবাজারে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্রপাল বলেন, লকডাউনে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে গত ২৩ শে জুলাই হতে মঙ্গলবার ১০ই আগস্ট পর্যন্ত চলমান লকডাউন বাস্তবায়নে ২৫৪ টি মামলায় ১২১৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন গত ১৭ দিনে গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা প্রতিরোধে সরকারের দেওয়া যেকোন নির্দেশনা পালনে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।