জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে এ সভা।
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম সুজন এম পি।
প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেন, আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে হবে। এজন্য সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় ভাবেও কর্মসূচি গ্রহন করতে হবে। এজন্য আমরা পরিকল্পনা করবো দিবসটি যেন ভালো করে পালন করতে পারি।
এসময় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান এমপি, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের নেতা আবু সারোয়ার বকুল, সহ সভাপতি আবু তোয়াবুর রহমান আবু, বিপেন চন্দ্র রায়সহ জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।