মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত-২
এম মিরাজ হোসাইন, (বরিশাল ব্যুরো) :
বরিশাল নগরীতে মোটরসাইকেলের দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে নগরীর বান্দরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নগরীর ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী উজ্জল মাতুব্বর (৩৫)।
তাদের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে দুপুরে নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
তিনি জানান, গতকাল ভোর রাতের দিকে শেবাচিম হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক পোষ্টের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় ঐ দুই যুবক। তাৎক্ষনিক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এরপর লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, বান্দরোডের আমতলার মোড় সংলগ্ন এলাকায় ঐ দুই যুবককে বহনকারী মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যায়। এরপর মোটরসাইকেলটির সাথে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোষ্টের ধাক্কা লাগে। এতে ঐ দুই যুবকের মৃত্যু হয়।