পরীমণির সঙ্গে এমডিকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ, দি সিটি ব্যাংকের জিডি
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের ঘটনায় ডিএমপির গুলশান মডেল থানায় দি সিটি ব্যাংকের পক্ষ থেকে সাধারণ ডাইরী (জিডি) করা হয়েছে।
দি সিটি ব্যাংকের হেড অফ কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান ৯ আগস্ট সাধারণ ডাইরীটি করেন। সাধারণ ডাইরীতে উল্লেখ করা হয়, চিত্রনায়িকা পরীমণির সঙ্গে দি সিটি ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যম যে সংবাদ পরিবেশন করছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শহিদুল ইসলাম বলেছেন, পরীমনি ইস্যুতে ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির তালিকার কথা বলে একটি চক্র চাঁদাবাজিতে নেমেছে। এই চক্র বিশিষ্টজনদের কাছে ফোন করে তালিকায় তাদের নাম থাকার কথা বলে চাঁদা দাবি করছে। এখন পর্যন্ত তিন জন বিশিষ্ট ব্যক্তি এই ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছেন। তারা ফোন করে জানিয়েছেন, তারা আতঙ্কিত। চাঁদা না দিলে গণমাধ্যমে তার নাম প্রকাশ করার হুমকি দেওয়া হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌর বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়ী বা ব্যক্তির কোনো তালিকা করা হয়নি। গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে নিজ কার্যালয়ে একাধিক দৈনিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) কৃষ্ণপদ রায় ও ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন।