সাপাহারে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
নওগাঁর সাপাহারে রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পেতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করে অধিক মুনাফা অর্জন করছেন উপজেলার অনেক আমচাষী। বরেন্দ্র এগ্রো পার্কের মালিক সোহেল রানা জানান, কীটনাশক, পোকামাকড় ও বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে আম রক্ষা করতে ফ্রুট ব্যাগিং পদ্ধতি খুবই কার্যকর। ফ্রুট ব্যাগিং করার ফলে আম পোকামাকড় থেকে রক্ষা পায় এবং এতে আম থাকে বিষমুক্ত। শুধু গাছে সামান্য কীটনাশক স্প্রে করলেই হয়। ইতোমধ্যেই তিনি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১০ মেট্রিক টন ফ্রুট ব্যাগিং করা আম ইংল্যান্ড ইউরোপে রপ্তানি করেছে, আগামীতে প্রায় এর দ্বিগুন আম বিদেশে রপ্তানি করতে পারবো বলে আশা করছেন তিনি।
ফ্রুট ব্যাগিং করা আম্রপলি আম বর্তমানে ১০ হাজার টাকা মন বিক্রয় করা হচ্ছে, আর সেপ্টেম্বর মাসে গৌরমতি আম উঠবে, তখন সেটি ১৪ থেকে ১৬ হাজার টাকা মন বিক্রয় করতে পারবেন বলেও তিনি আশা করছেন।
সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান জানান, চলতি বছরে এই উপজেলায় ৮ থেকে ১০ লক্ষ আম ফ্রুট ব্যাগ করা হয়েছে। ফ্রুট ব্যাগ মূলত মাছি পোকা সহ অন্যান্য পোকার আক্রমন থেকে রক্ষা করে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিটি ব্যবহার করলে সাশ্রয়ে এবং নিরাপদ ভাবে ফল উৎপাদন করা সম্ভব হবে। আর এভাবে আম ফ্রুট ব্যাগিং করলে দেশ এবং দেশের পরিগন্ডি পেরিয়ে বহির্বিশ্বেও বাংলাদেশের আম পরিচিতি লাভ করবে।