শিরোনাম

South east bank ad

বগুড়ায় পুলিশি হয়রানির কোন সুযোগ নেই : পুলিশ সুপার সুদীপ

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বগুড়ায় নতুন যোগ দেওয়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম(সেবা) উপস্থিতিতে সদর থানায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আয়োজিত হয়। গতকাল সোমবার ৯ আগস্ট দুপুর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর থানা প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ।
নতুন এ পুলিশ সুপার প্রথমে থানায় এসে থানা প্রাঙ্গণের মসজিদ, ডিউটি অফিসার কক্ষ, নারী শিশু হেল্প ডেস্কসহ পুরো থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরে তিনি মতবিনিময় সভার শুরুতে সদর থানা পুলিশের ওসি, ওসি তদন্তসহ থানা ও সব পুলিশ ফাঁড়ির অফিসারদের পরিচয় দেন।
মতবিনিময় সভায় নতুন এ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম(সেবা) সব পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, বগুড়ায় জেলায় পুলিশ সুপার বলতে কোন শব্দ থাকবে না। পরিচয় হবে শুধু একটি টিম বগুড়া। পুলিশি হয়রানির কোন সুযোগ নাই সুতরাং সবাইকে স্বচ্ছতার সঙ্গে জবাবদিহিতা রেখে চাকরি করতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান অতিরিক্ত পুলিশ সুপারদের দ্বারা পরিচালিত হবে। পাশাপাশি তরুণ প্রজন্ম যারা নানাভাবে বিপথগামী হচ্ছে তাদের নিয়ে সৃজনশীল ভাবে কাজ করবো।

মতবিনিময় ওই সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ, (সদর সার্কেল ও মিডিয় মুখপাত্র) ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা ও ওসি তদন্ত আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: