নেত্রকোণায় ভারতীয় ঔষধ আটক করেছে বিজিবি
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোনা গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধ আটক করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া রাত ৯টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার বারমারী বিওপি’র জোয়ানরা সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জোয়ানরা সীমান্ত এলাকায় অভিযান চালালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধ আটক করা হয়। আটককৃত ঔষধের আনিুমানিক মূল্য ৪ লক্ষ ৮৫ হাজার ৫ শত ১৬ টাকা। জব্দকৃত এ সকল ঔষধ নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।