টাঙ্গাইল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে ভ্যান গাড়ী বিতরণ
মো আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল):
টাঙ্গাইল সদরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে স্বাবলম্বী করতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের তালিকা তৈরি করে সেখানকার পুরুষদের মাঝে ভ্যান গাড়ী বিতরণ ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার দুপুরে ৯ আগস্ট উপজেলার রসুলপুর ও চিলাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৪ জন পুরুষের মাঝে চারটি ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহি অফিসার রানুয়ারা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে স্বাবলম্বী করার জন্যই আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আজ চার জনের মাঝে ভ্যান গাড়ী বিতরণ করা হলো, পর্যায়ক্রমে তালিকা অনুসারে পুরুষদের মাঝে ভ্যান ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে স্বাবলম্বী করার জন্যই টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।