ঢাকা ব্যাংক লিমিটেড ও ব্র্যাকের মধ্যে এমওইউ সই
দেশে চলমান মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার জন্য ব্র্যাকের সঙ্গে সম্প্রতি একটি এমওইউ সই করেছে ঢাকা ব্যাংক লিমিটেড।
ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হকের উপস্থিতিতে ব্যাংকের ডিএমডি এএমএম মঈন উদ্দিন ও ব্র্যাকের সিএফও তুষার ভৌমিক এ এমওইউতে সই করেন। এমওইউ সই শেষে ব্যাংকের এমডি ও সিইও বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার জন্য তুষার ভৌমিকের কাছে ২ কোটি ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মোহাম্মদ আবু জাফর, ডিএমডি একেএম শাহনেওয়াজ প্রমুখ।