শিরোনাম

South east bank ad

বিকাশ ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাই

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার (গৌরীপুর):

ময়মনসিংহের গৌরীপুরে রাতে বাড়ি ফেরার পথে মাইনুল হাসান পলাশ (২৮) নামে স্থানীয় ব্যবসায়ী কে ছুরিকাঘাত ও কুপিয়ে খুন করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক চরশ্রীরামপুর গ্রমারে মৃত আবুল কাসেমের ছেলে। পলাশ চরশ্রীরামপুর মোড় এলাকায় বাজারে মোবাইল ফেক্সিলোড ও মোবাইল এজেন্ট ব্যাংকিং এর ব্যবসার করতেন।

নিহতের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল সাংবাদিকদের জানান, ঘটনারদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্থানীয় ফজলুল হকের পুকুর পাড়ে তার ভাই পলাশকে উপূর্যপুরি ছুরিকাঘাত ও কুপিয়ে ঘটনাস্থলে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় পলাশের সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। তার ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল হক সরকার জানান, পলাশকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তিনি।

পলাশ হত্যাকান্ডের ঘটনায় তার পরিবারসহ স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। তারা কিছুতেই মেনে নিতে পারছেন পলাশের এ নির্মম মৃত্যু। পুত্র শোকে পাথর হয়ে গেছেন পলাশের মা সায়েদা বেগম। এদিকে প্রিয় স্বামীকে হারিয়ে ৫ মাসের শিশু সন্তান সাদিয়া নূর সাবাকে কোলে নিয়ে স্ত্রী লিমা আক্তারের গগনবিদারী আর্তনাদে ভারী হচ্ছে আকাশ বাতাস।

এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমানসহ গৌরীপুর থানার পুলিশ, জেলার র‌্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। পলাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: