শিরোনাম

South east bank ad

বরিশালে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, বরিশাল

বরিশাল বিভাগে রবিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ কারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে বরিশালে তিনজন, ভোলায় চারজন, পটুয়াখালীতে তিনজন ও পিরোজপুরে একজন রয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৯ জন ও করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘন্টার ব্যবধানে ৪৭৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৮ হাজার ২৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ শনিবার রাতের রিপোর্টে ২৯ দশমিক ৩০ ভাগ।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২১০ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ২৮০ জন রোগী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: