দুর্গাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা‘র জন্মবার্ষিকী পালিত
এস.এম রফিক, (দুর্গাপুর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ‘‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী“ এই প্রতিপাদ্যে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে সভায় আলোচনা করেন, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জহুরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, অফিসার ইনচার্জ শাহ নুর-এ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে ৭ জন দুঃস্থ অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। অপরদিকে উপজেলা আ‘লীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়।