সুলতান কোল্ড স্টোরেজের চেয়ারম্যানের মৃত্যুতে শোক
কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :
সুলতান কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির প্রাক্তন সভাপতি হাজী মো. সুলতান বেপারী ইন্তেকাল করার বাংলাদেশ কোল্ড স্টোরেজে অ্যাসোসিয়েশন পরিচালনা পর্ষদ সকল সদস্য এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি মো. মোশারফ হোসেন পুস্তি।
তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার পরম শান্তি ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও তার মৃত্যুতে মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটি শোক প্রকাশ করে একদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
গত ৩১ জুলাই (শনিবার) রাত সোয়া নয়টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৬ বছর। তিনি স্ত্রী,চার পুত্র ও দুই কন্যা সন্তান রেখে যান।
মরহুমের বড় ছেলে হাজী মোহাম্মদ সেলিম বেপারী ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘টারমিগান’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। মেজো ছেলে হাজী মো. শাহিন বেপারী ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেজো ছেলে মো. শামীম বেপারী তাদের পারিবারিক প্রতিষ্ঠান সুলতান কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক ও ছোট ছেলে মো. সোহেল বেপারী একটি বেসরকারি ঔষুধ কোম্পানির কোয়ালিটি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।