বঙ্গমাতার জন্মদিনে সেলাইমেশিন বিতরণ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অসহায় ৭ নারীকে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন।