শিরোনাম

South east bank ad

টিকাদান কেন্দ্রে মানুষের ভিড়

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোণা) :

করোনা সংক্রামণ রোধে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে টিকা নিতে ভিড় করছেন লোকজন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গাদাগাদি করে নিতে হচ্ছে টিকা। এতে করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের আশংকা রয়েছে সচেতন মহল। এদিকে অনেকেই ভিড়ের কারণে সময় মতো ঠিকা দিতে পারায় বিপাকে তারা।

রবিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা সদর হাসপাতালে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।

সরজমিনে গিয়ে আরো জানা যায়, নেত্রকোণা জেলা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রতিদিন করোনার টিকা প্রদান করা হয়। রবিবার সকাল থেকে ইনস্টিটিউটের সামনে প্রচুর নারী পুরুষের ভীড় দেয়া যায়। সকলেই টিকা নিতে এসেছেন। এতে করে দীর্ঘ লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে জমা দিচ্ছে ভ্যাক্সিন কার্ড। সেবাদানকারীরা নাম ডেকে ডেকে একজন করে ভিতরে প্রবেশ করিয়ে টিকা প্রদান করছে নার্সরা।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেয়ার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে দুইজন পুলিশ কাজ করছে। এছাড়াও রেড ক্রিসেন্টের কর্মীরা স্বাস্থ্যকর্মীদের সাথে কাজ করে যাচ্ছে। তারপরও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মানাতে পারছেনা।

এদিকে টিকা নিতে আসা অনেকের সাথে কথা বললে তারা জানায়, আগে করোনার টিকা দেয়ার প্রতি মানুষের তেমন আগ্রহ ছিলনা। তবে বর্তমানে সকলেই টিকা নিতে হাসপাতালে ভিড় করছে। এতে করে মানুষের ভিড় হচ্ছে বেশি। তবে সামাজিক দূরত্ব বজায় না রেখে স্বাস্থ্যবিধি না মানলে করোনার সংক্রমণ রেড়ে যেতে পারে।

হাসপাতালে সিভিল সার্জন ডা: মো: সেলিম মিয়া জানান, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা নেয়ার জন্য পুলিশ কাজ করছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য খোঁজ নেয়া হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: