বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে রবিবার ৮ই আগস্ট সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
‘স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকীতে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, যুবলীগের আ: কদ্দুস, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।