মোংলায় সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবতী সুচন্দা মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের জগবন্ধুর মেয়ে।
পুলিশ জানান, শুক্রবার রাতে দিকে সুচন্দা (২১) নামের এক যুবতী মোংলা বন্দর এলাকা থেকে তার দূরসম্পর্কের এক মামার মোটরসাইকেল মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিগরাজ বাজারে পৌঁছাতেই পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলের পিছন থেকে ওই যুবতী ছিটকে চলন্ত ট্রাকটির চাকার নিচে পড়েন।
এ সময় যুবতীর মাজার নিচের অংশের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকাল ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়। নিহত সুচন্দ্রা মোংলার বুড়িরডাঙ্গা এলাকার জগবন্ধুর মেয়ে। নিহত যুবতীর ৪ বছরের একটি সন্তানও রয়েছে। ট্রাকসহ চালক ইলিয়াসকে আটক করেছে।