গৌরীপুরে আউশ ধানের বাম্পার ফলন
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে আউশ ধান কাটা শুরু করেছেন স্থানীয় কৃষকরা। এবছর ফলন ভাল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ধান উৎপাদনের স্বপ্ন দেখছেন তারা। ধানের এ বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে ওঠেছে হাসি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ১৫৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশি আউশ ধানের আবাদ হয়েছে সহনাটি ইউনিয়নে।
উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামের কৃষক মুখশেদ আলী জানান, তিনি ৬০ শতক জমিতে আউশ ধানের আবাদ করে ২৪ মন ধান উৎপন্ন করে লাভবান হয়েছেন।
কৃষক বিল্লাল হোসেন জানান, ৫০ শতক জমিতে আউশের আবাদ করেছেন। এ বছর ফলন ভাল হয়েছে। আউশ কাটার পর তার ক্ষেতে আমন ধানের আবাদ করবেন বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার জানান, এ উপজেলার কৃষকরা একসময় ব্যাপকহারে স্থানীয় আউশ ধানের আবাদ করতেন। পরবর্তীতে এ ধানের আবাদ আস্তে আস্তে কমে যায়। তাই আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছে সরকার। এ কারনে স্থানীয় কৃষকদের মাঝে আউশ ধান চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।