শিরোনাম

South east bank ad

বালিয়াকান্দিতে নারীকে একদিনেই দুই ডোজ টিকা প্রদান

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৩১বছর বয়সী এক নারীকে একই সময়ে করোনার দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারীর নাম ইসমত আরা (৩১)। সে বালিয়াকন্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাসিন্দা নাহিদুল হক স্বপনের স্ত্রী।

শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা গ্রহনকারীর স্বামী নাহিদুল হক স্বপন জানিয়েছেন, আজ থেকে ইউনিয়ন পর্যায়ে গণটীকা কর্যক্রম শুরু হওয়ায় তার স্ত্রী টিকা নিতে সকালে পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে যান। এসময় টিকা কেন্দ্রে অনেক ভিড় থাকায় সে সিরিয়ালে দাঁড়িয়ে ছিল।এরপর বেলা সাড়ে ১১ টার দিকে তার টিকা নেওয়ার সিরিয়াল নাম আসলে সে টিকা কেন্দ্রের ভিতরে ঢুকে। এসময় টিকা কেন্দ্রে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই একসঙ্গে অনেক জনকে ঢুকিয়ে টিকা দেওয়া হচ্ছিল।তার স্ত্রী টিকা নিতে গেলে টিকা দেওয়া কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী ইনজেকশন পুশ করার স্থানে ডান হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে তারাহুরো করে আবার তার স্ত্রীর ডান হাতে টিকা দেন।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার মুঠোফোনে বলেন, নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এক নারীকে একইসময়ে করোনার দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে যতটুকু জানতে পেরেছি ওই কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ভুল করেই এটা করেছে। ঘটনা জানার পর থেকেই ওই মহিলার খোঁজ খবর রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: