গফরগাঁওয়ে গণটিকা কার্যক্রমের উদ্ধোধন করলেন বাবেল এমপি
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায়ে করোনার গণ টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। শনিবার(৭ আগষ্ট)সালটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সালটিয়া ইউনিয়ন পরিষদ এ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মোঃ আবুল কাশেম, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, শাহাবুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক, সালটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক আশরাফি সিদ্দিকী, সহ সভাপতি আব্দুল কুদ্দুছ প্রমুখ।
গফরগাঁও উপজেলায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এমন প্রচেষ্ঠা কিছুটা হলেও ভালো নিকে নিয়ে যেতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন।ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে বহু মানুষ আক্রান্ত হয়েছে বলে ইউনিয়ন থেকে গ্রাম ঘুরে খোঁজ করে এই তথ্য উঠে আসে।
আগামী ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। অনেকেই জ্বরে আক্রান্ত। তারা সচেতন হয়ে টেষ্ট করালে নিজেও পরিত্রাণ পাবে পরিবারকে সুরক্ষা দিতে পারবে।
ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ। ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী; অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা.মাইনুদ্দিন খান মানিক।