জামালপুরে গণটিকা কার্যক্রম শুরু
শামীম আলম, (জামালপুর) :
শনিবার সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।
জামালপুরে ৬৭টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথের মাধ্যমে মোট ৪০ হাজার ২০০ এবং জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৪০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।
সবমিলিয়ে আজ মোট ৪২ হাজার ৬০০ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে জানিয়েছেন সিভিল সার্জন। প্রতিটি বুথে ২ জন করে স্বাস্থ্যকর্মী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক কাজ করছে।