জনসেবা সরকারকে সহযোগিতার একটি অংশ : ডক্টর তাজুল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিত্তশালীগণ এগিয়ে আসলে যে কোন দুর্যোগ সফলভাবে মোকাবেলা করা সম্ভব। তেমনি একটি উদ্যোগ গত ২৪-২৭ জুলাই করোনার টিকা গ্রহণকারীদের ফ্রি রেজি: সহ প্রান্তিক পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম গ্রহণ করে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন। সামাজিক উন্নয়নমুলক বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি সকল দুর্যোগেও সহযোগিতা করছে অত্র ফাউন্ডেশন। দেশপ্রেম ও জনসেবা এবং সরকারকে সহযোগিতার একটি অংশ। সকলেই যদি টিকা গ্রহণ করে তাহলেই করোনাকে মোকাবেলা করা যাবে না, তাহলে বাংলাদেশ নিরাপদে থাকবে। অত্র ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ১৭কিলোমিটার দূরে থাকায় সেখানে গিয়ে নারীদের টিকা গ্রহণ অনেক কষ্টসাধ্য ছিল, তাই আজকের টিকাদান কার্যক্রমে নারীদের অংশ গ্রহণ অনেক বেশি। এটি একটি সফলতা।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করোনা টিকা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে। প্রান্তিক পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
শনিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ কাস্টমস, অতিরিক্ত কমিশনার ডক্টর মুহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান, মেডিকেল অফিসার ডা: কামরুজ্জামান (অব:), ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির, যুব উন্নয়ন কর্মকর্তা আ: আজিজ, সমাজসেবক ফজলুল কাদের বুলবুল, আবু সাঈদ চৌধুরী, যুবলীগের আহ্বায়ক মফিজ উদ্দিন, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আ: মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।