শিরোনাম

South east bank ad

বকশিগঞ্জে করোনা টিকা প্রদানের প্রস্তুতি সম্পন্ন

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

বিশ্ব মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচি আগামীকাল শনিবার থেকে শুরু হবে। ইতোমধ্যে বকশীগঞ্জ উপজেলায় করোনার টিকা প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা টিকা প্রদানের জন্য উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ টি কেন্দ্রে ৩ টি বুথে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি বুথে দুই জন টিকাদান কর্মী ও তিন জন স্বেচ্ছাসেবক কাজ করবে। স্থায়ী কেন্দ্র হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, আগামী ৭ আগস্ট শনিবার থেকে প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে বুথের মাধ্যমে ৪ হাজার ২০০ মানুষকে টিকা প্রদান করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৬০০ জন মানুষ টিকা নিতে পারবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: