জয়পুরহাটে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন পুলিশ সুপার
বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাঃ আবুল কাশেম ময়দানের শহীদ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, (শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার) মোঃ মেহেদী ইসলাম এবং এ.কে.এম আলমগীর জাহান (ওসি সদর) সহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্য।