মুকসুদপুরে শেখ কামালের জন্মদিনে দোয়া
মেহের মামুন, (গোপালগঞ্জ):
মুকসুদপুর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদয়াপন করেছে। কর্মসুচীর মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও শেখ কামালের কলেজ ও কর্মজীবনের বন্ধু মুহাম্মদ ফারুক খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে ওই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, সহকারি কমিশনার ভুমি শেখ আলাউল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন ইউএনও জোবায়ের রহমান রাশেদ।
আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবুবকর মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইমলাম মোল্যা, নারী ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান, নির্বাচন অফিসার হাসেন উদ্দীন, বাঁশবাড়ীয়া চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মোল্যা, পাক্ষিক মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান লেবু প্রমুখ।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব , মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১০টায়) মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌরসভার মেয়র এডভোকেট আতিকুর রহমান মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার। মোনাজাত পরিচালনা করেন মুকসুদপুর কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মিরান হোসেন।