শেখ কামালের জন্মদিনে ক্রীড়া সংগঠককে সম্মাননা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,আওয়ামীলীগ, মাধবপুর থানা,প্রেসক্লাব ও সামাজিক সংগঠনগুলো।
ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনে মাধবপুরের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুইজন ক্রীড়াবিদ ও সংগঠককে সম্মাননা প্রদান করা হয়।
স্বাধীনতা সংগ্রাম ফুটবল একাদশের অধিনায়ক ক্রীড়াবিদ সুভাষ দেবনাথ ও মাধবপুর ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায় কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এ বিশেষ দিনে বৃক্ষ রোপন ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সার্কেল এএসপি মুহসীন আল মুরাদ, ওসি আব্দুর রাজ্জাক, এসিল্যান্ড মহিউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কবীর উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।