শেখ কামাল ক্রীড়ায় সমৃদ্ধ বাংলাদেশের অগ্রদূত : এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীন বাংলাদেশে ক্রীড়া, সাংস্কৃতিক ও আদর্শিক সমাজ বিনির্মাণে স্মরণীয় ভূমিকা রেখেছেন। তিনি একজন যোগ্য সংগঠক, ক্রীড়ায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রদূত।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকেলে তার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর পুত্র হিসেবে নয় একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে শেখ কামাল দেশের জন্য অনেক কিছু করেছেন। অল্প বয়সে রনাঙ্গণে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার অবদান বাংলাদেশ কখনো ভুলবেনা। জন্মদিন উপলক্ষ্যে শেখ কামালসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাঘফেরাত কামণা করেন তিনি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০টায় লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচ কামরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু, উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।