নানা আয়োজনে নওগাঁয় শেখ কামালের জন্মবার্ষিকী পালন
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনটি উপলক্ষ্যে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির প্রথমেই শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বী বকু, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আল মামুন চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ প্রমুখ।
বক্তারা বলেন, শেখ কামালের আধুনিক চিন্তা-চেতনার ধারণা তখন দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে। শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ক্রীড়াঙ্গন ছাড়াও সংস্কৃতি অঙ্গনে তার দৃপ্ত পদচারণা ছিল। নাটক করতেন, সেতার বাজাতেন। স্পন্দন শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছিলেন।
প্রাণচাঞ্চল্যে ভরপুর এক তরুণ ছিলেন। শেখ কামাল চলে গেলেও তার সাড়ে তিন বছরের কর্মকা-ই বাঁচিয়ে রাখবে আজীবন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়।