আড়াইহাজারে শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা কলেজের মেধাবী ছাত্র,তৎকালীন ছাত্রলীগ নেতা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭০তম জন্ম বার্ষিকীতে সারাদেশে পালন করা হচ্ছে স্মৃতিচারণা সহ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা পরিষদে মুজিব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুপুর ১২ টার দিকে আড়াইহাজার উপজেলা পরিষদে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, সেইসাথে আরো উপস্থিত ছিলেন - আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খুরশিদ আলম সরকার, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন, উপজেলা ম্যাজিস্টেট (ভূমি) উজ্জ্বল হোসেন সহ আরো অনেকে।
উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু পরিবারের প্রতি দোয়া করা হয়। দোয়া শেষে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, ' শেখ পরিবারের ইতিহাস সুবিশাল ইতিহাস। বঙ্গবন্ধু থেকে শুরু করে তার ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিন, শেখ রেহেনা সহ সকল সদস্য বাংলাদেশ গড়ায় অনবদ্য ভূমিকা পালন করেছে এবং করছে। তাদের জন্য আমরা বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে পারি। তাদের প্রতি দোয়া ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।'