ত্রিশালে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হবে শনিবার
মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
সংক্রমন হার বৃদ্ধি পেয়েছে ময়মনসিংহের ত্রিশালে। গতমাসে ত্রিশাল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দেড় শতাধিক ও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। এসবস তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (কোভিড ফোকাল পারসন) ডা. মাহির আঞ্জুম।
তিনি জানান, করোনা সংক্রমনরোধে ত্রিশাল উপজেলায় পৌরসভাসহ ১২টি ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচীর মাধ্যমে ত্রিশাল উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৬টি ইউনিয়ন যথাক্রমে ধানীখোলা, বইলর, কাঠাঁল, কানিহারী, ত্রিশাল সদর ও বালিপাড়া ইউনিয়নে আগামী ৭ আগস্ট থেকে ৩দিন টিকা প্রদান করা হবে। একই সাথে পৌর সভার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিনে একযোগে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হবে। ৮ আগস্ট থেকে তিনদিন রামপুর, সাখুয়া, হরিরামপুর, মঠবাড়ী, আমিরাবাড়ী ও মোক্ষপুর ইউনিয়নে টিকা প্রদান করা হবে। প্রতি ইউনিয়নে প্রাথমিক ভাবে ছয়শত করে টিকা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান ডা. মাহির আঞ্জুম। একই সাথে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৮ শত করে টিকা দেওয়া হবে বলেও তিনি জানান। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রাথমিক ভাবে প্রায় ১০ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তথ্যানুযায়ী গত মঙ্গলবার পর্যন্ত অনলাইনে নিবন্ধিত হয়েছেন ২০হাজার ৮শত ৪৭ জন। প্রথম ডোজ সম্পূর্ণ হয়েছে ১০ হাজার ৯শত ৯০ জন, দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ৪ হাজার ২শত ৫২জন।
উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় টিকা প্রদান কার্যক্রমের সফল বাস্তবায়নের লক্ষে গতকাল বুধবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমিন, রামপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক সরকার, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, কানিহারী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, সাখূয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (কোভিড ফোকাল পারসন) ডা. মাহির আঞ্জুম। ৭ই আগস্ট থেকে ত্রিশালে যে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে তার সফল বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।