শিরোনাম

South east bank ad

শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ৫ আগষ্ট সকাল ১০ টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেরপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার , জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশন, সদর উপজেলা।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, সহকারী কমিশনার ভূমি তনিমা আফ্রাদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আহমদ, জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোঃ রেজাউল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সহ-সভাপতি রবিউল করিম মনি, কোষাধ্যক্ষ মোঃ জিন্নত আলী, কার্যকরী সদস্য আলহাজ্ব মাহবুব রানা, সৈয়দ বদরুল হক রিজভী, রেফারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার কোচ সাঈদ হোসাইন শোভন, রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে ক্রীড়াবিদ ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্য এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: