শিরোনাম

South east bank ad

ফলোআপ : ‘ঘুষ নয় হাদিয়া’ নিয়ে সংবাদ প্রকাশে ব্যাপক চাঞ্চল্য

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ ‘ঘুষ নয়’ হাদিয়া নেন শিরোনামে bdfinancialnews24-6c6259.ingress-earth.easywp.com পোর্টালে নিউজ প্রকাশ করায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত ৩ ও ৪ আগস্ট টক অব দ্যা ফুলবাড়িয়ায় পরিণত হয় উক্ত নিউজটি। হাজার হাজার ভিউ হয়, শত শত লাইক ও অর্ধশত শেয়ার প্রদান করে পাঠক। অনেক শুভাঙ্খীরা উক্ত প্রতিবেদককে মোবাইল ফোন, ম্যাসেঞ্জারে অভিনন্দনের পাশাপাশি অভিযোগের ব্যাপক তথ্য জানিয়েছেন। অনেকে কমেন্ট করে তাদের মন্তব্য পেশ করেছেন।


অত্র উপজেলায় মাধ্যমিক স্তরে ১২৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে নিয়োগ হয়নি। অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক/সুপার, সহকারী প্রধান শিক্ষক/সহ সুপার, শিক্ষক, কর্মচারী (শুন্য ও সৃষ্ট) নিয়োগ হয়েছে। সকল নিয়োগ থেকে তিনি অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করেছেন। মানুষ কে বেকায়দায় ফেলে হাতিয়ে নিয়েছেন হাদিয়া নামক ঘুষ। ৭-৭-২০১৯ইং সালে যখন তিনি দ্বিতীয় মেয়াদে ফুলবাড়িয়ায় বদলী হয়েছিলেন তখন প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যাশা ছিল যেহেতু তিনি পরিবর্তিত হয়ে আসছেন, সেহেতু আমরা বোধহয় একজন পরিবর্তনশীল অফিসার পেতে যাচ্ছি। কিন্তু দেখা গেল ঠিক তার উল্টো।

কয়েকজন সুপার বলেন, আমরা অফিসে গেলে কুরআন এর বিভিন্ন আয়াত দিয়ে উদাহরণ দিতেন আর বলতেন সুপার সাব সেই কাহিনীর কথা। নামায পড়েছেন? চলেন জামাতে নামাজ পড়ি। ধর্ম সম্পর্কে আমাদের বুঝানোর চেষ্টা করেছেন। আমাদের কে মাও. সাদ পন্থীদের দলে যোগ দিতে দাওয়াত দিতেন। আমাদেরকে বলে হাদিয়া দিতে, হাদিয়া দিলে মানুষ খুলে দেখে না কিন্তু তিনি খুলে গুনে নেন। প্রতিবাদ করার চেষ্টা করেছি কিন্তু দেখলাম সবাই দেয় তাই আমরাও গণনা করে হাদিয়া দিচ্ছি।

প্রতিষ্ঠান প্রধানরা বলেন, সবাই পরিস্থিতির স্বীকার। বিড়ালের গলায় কে বাঁধিবে ঘন্টা! কয়েকজন শিক্ষক মিলে কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু কে শুনে কার কথা!

কমেন্টগুলোর মধ্যে Md Johirul Islam Khan বলেন, ফুলবাড়ীয়া উপজেলার কলঙ্ক…।


Karamot Ali Jinnah বলেন, লেবাস পরিবর্তন।


মইনুদ্দিন খান সিফাত বলেন, হে আবার সাদ পন্থী। ওয়াজ নসিহতও করে।


Shariful Islam বলেন, কি হবে এত কিছু লিখে?


MD Tofazzal Hossain বলেন, সরকারি অফিস আদালতে অর্থ লেনদেন ওপেন সিক্রেট ব্যাপার! সেটা যে নামেই হোক। দু'একজন ব্যতিক্রম বাদে সৎ মানুষ কোথাও নেই। আর প্রতিষ্ঠান প্রধানগণও ভয়াবহ দূর্নীতিতে জড়িত। অবশ্য এখানেও সামান্য ব্যতিক্রম থাকতে পারে।


Mukti Das বলেন, একবার আমাদের অফিসে এক মিটিং এ গিয়েছিলেন স্যার। উনার বক্তব্যে আমরা বিমোহিত হয়েছিলাম। এতদিন জানি স্যার Raisul Hasan বলেন, ছদ্মবেশী চোর, সুরত পাল্টিয়েছে কিন্তু বদ স্বভাব পাল্টায়নি।


Mosharraf Hossain বলেন, টুপি, দাড়ি, জুব্বা, নামাজী, হাজী হলেই ঈমানদার হবে এটা সঠিক নয়। আল্লাহর ভয় অর্জন করাটাই ঈমানের মুল লক্ষ।


Salim Reza বলেন, এ ব্যাটা অন্য কিছু বোঝে না, দাড়ি কবে থেকে রেখেছেন।


MD Ariful Islam বলেন Thank you for the information.


Kcd Krishno Chandro Das বলেন, সাধারণ মানুষের চোখে প্রলেপ লাগিয়ে নিজেকে উচ্চপদস্থ নামক পীরসাব ভাবেন।


মাধ্যমিক স্তরে তাঁর পন্থি কিছু শিক্ষক দিয়ে উক্ত প্রতিবেদক কে নিউজের প্রতিবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিউজের লিঙ্ক প্রত্যাহার করার চাপ অব্যাহত রেখে গেছেন।

আগের সংবাদ লিংক : https://bdfinancialnews24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%98%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/?fbclid=IwAR2S2geW4PSSHu8hzwyUYEhsOSgyLm6IvJf-ERI_6g_N-i2f4DqFyuAxfM4

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: